চক্ষুদান
সেই কবেকার ডাকের সাজে মিথ্যার প্রতিমা---
চক্ষুদান বোধন আমন্ত্রণ কিংবা আরতি
সবই চলছে।
কি অসম্ভব রঙচঙে উৎসবে মেতে আছি---
শ্লাঘায় ভণিতায় আলোর অভাবে নেমে আসছে
অন্ধকারের প্রলেপ---
অন্ধকারে ভুলে গেছি---
সত্যের কাঠামোয় মাটিই পড়ছে না, প্রতিমার চক্ষুদান কিসের?