January 30, 2022

সৌগত মুখোপাধ্যায়

 একটি প্রেমের কবিতা

                 

যেখানে মেঘের পাশে লেখা থাকে নক্ষত্রের আয়ু

কোনো এক বিষণ্ণ রজনীর নীল বাতির মতো ,

অবশেষ পড়ে থাকে মৃত কুয়াশার ছাই হয়ে ; 

তোমার ভারহীন নতনেত্রের কাজলের মায়ায় 

লেগে থাকে সেই ছাই; অবসাদের ঘোমটা !


সেদিনও বিকেল ভরা আগুন ছিলো শিরায় 

ভীষণ অরণ্যের দাবানল জুড়ে উন্মাদন 

শেষ পাতার আর্তনাদ রক্তে এনেছিলো জোয়ার

তোমারই সর্বনাশী ইশারার স্পন্দনে

মনে পড়ে ?


তবুও হাতের ওপর ছিলো হাত

ঠোঁটে ঠোঁট, বুকে ছিলো বুক 

কী দারুণ নরম রক্তিম ছিলো স্পর্শ 

জ্যোৎস্নার মায়াবী আস্তরণে আমরা 

অনন্ত চিতার আগুনে পুড়েছিলাম অবিরাম

বিস্রস্ত লজ্জার আভরণ পড়েছিলো খসে...


হে বিগতসম্ভবা নারী, 

জানি আজ বিস্মৃত তুমি আগামীর আহ্বানে !

আমি শুধু নিদ্রাহীন ক্লান্ত প্রতি রাতে

আজও দেখি পুড়ে যায় কোজাগরী চাঁদ 

আর পড়ে থাকে কুয়াশায় ছাই হয়ে

আমাদের ভালোবাসাবাসি !



No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...