বানভাসি
বানের জলে জোৎস্না ভেসে গেলেঅবিন্যস্ত বর্ণমালা
গহীন জঙ্গলে শমী বৃক্ষে দোল খায়।
স্থাবর ও জঙ্গমের সংঘাতে
অনিবার্য যাপন দাক্ষিণ্যে।
আশ্চর্য কবিগানে চাপান উতোর!
জরুরী প্রশ্নের উত্তর লেখা হয় না
সাদা কাগজের নৌকায় ত্রাণ।
ছায়াও অবলম্বন চায় ।
দীর্ঘতর হয় লঙ্গরের লাইন
ফুল্লরারা বারোমাস্যা শেষ হলে
দু'ফোঁটা অশ্রু মিশে যায়
নোনাজলে নিঃশব্দে।
No comments:
Post a Comment