June 30, 2021

দেব নারায়ণ

 বানভাসি

বানের জলে জোৎস্না ভেসে গেলে
অবিন্যস্ত বর্ণমালা
গহীন জঙ্গলে শমী বৃক্ষে দোল খায়।
স্থাবর ও জঙ্গমের সংঘাতে
অনিবার্য যাপন দাক্ষিণ্যে।
আশ্চর্য কবিগানে চাপান উতোর!
জরুরী প্রশ্নের উত্তর লেখা হয় না
সাদা কাগজের নৌকায় ত্রাণ।

ছায়াও অবলম্বন চায় ।
দীর্ঘতর হয় লঙ্গরের লাইন
ফুল্লরারা বারোমাস্যা শেষ হলে
দু'ফোঁটা অশ্রু মিশে যায়
নোনাজলে নিঃশব্দে।




No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...