Showing posts with label পিয়াংকী. Show all posts
Showing posts with label পিয়াংকী. Show all posts

April 25, 2021

পিয়াংকী

জলের দাম কতো 

 

শেষ কবে নিস্তব্ধতার পাশে একটা পাথর  রেখেছিলাম ... মনে পড়ছে না
শেষ কবে সরাসরি আয়নার সামনে দাঁড়িয়েছিলাম... মনে পড়ছে না 
শেষ কবে একটা জীবিত মানুষের সাথে রোজকার  হিসেবপত্র নিয়ে বসেছিলাম... মনে পড়ছে না 

আসলে কিছুই মনে পড়ে না। 
যা যা মনে করতে চাই সারাটা বয়স  ধরে
তার কিছুটাও যদি  নির্ভীক রঙে ডুবিয়ে মেলে দিতে পারা যেতো কাপড় শুকোনোর দড়িতে... 
যদি ঘুমের ঘরে আস্ত একটি সূর্য রেখে আসা যেতো 
 যদি একটা রাষ্ট্র কেনা যেত জলের দামে 

সত্যি তো এটাই যে, মনে করার অজুহাতে আদতে আমরা প্রত্যেকে প্রত্যেককে ভিজিয়ে দিই 
আগলে নেবার জন্য পাঁচিল খুঁজি।
সামলানোর জন্য আঁচলে গিঁট বাঁধি 

প্রিয়তম... 
আমাকে পুড়িয়ে দিতে অন্তত একটিবার  ঘরমুখো হোয়ো 





গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...