May 30, 2021

অভিষেক ঘোষ

মৃত ও মৃতপ্রায় কবিতারা

         
                        (১)

নদীতে কবিতার লাশ ভাসছে ।
আমি হাত বাড়িয়ে ছুঁতে যাই ।
অমনি শিউরে উঠে দেখি, তলিয়ে যাচ্ছে আরো অসংখ্য,
আরো অসংখ্য লাশ ! সামন্ত প্রভুর অত্যাচারে 
দড়িতে ঝুলে পড়া লাশ,
ইংরেজের গুলিতে লুটিয়ে পড়া লাশ,
সুদের টাকা মেটাতে না পারা কৃষকের লাশ,
সীমান্ত রক্ষীদের লালসার বলি মেয়েদের লাশ,
সব তলিয়ে যাচ্ছে, শ্যাওলায় ভারি 
ওদের পচ-ধরা শরীর ।

                          (২)

হসপিটালের বিছানায় কাঁপছে কবিতার লাশ,
করোনা-রোগীর পাশের বেডে মাস্ক পরে 
শুয়ে আছে সে !

                          (৩)

নগরের পথে পথে মরছে কবিতারা,
অক্সিজেন নেই, শ্বাস নিতে পারছে না !
নিজের হাতে নিজেদের বুক ডলছে তারা ।

                           (৪)

বাস্তুচ্যুত করার রাষ্ট্রীয় কৌশল বুঝে গেছে কবিতারা,
ইজরায়েল-প্যালেস্তাইন ছেড়ে দলে দলে,
ঘর ছাড়ছে তারা । যেতে যেতে দেখছে,
দুপাশে লুটিয়ে পড়ছে তাদের কবিদের লাশ !
থরথর কাঁপছে শিশু কবিতারা ।

                           (৫)

কবি ও কবিতারা মরে যাচ্ছে আজ ।
রকেট লঞ্চারে অথবা, ভোটের প্রচারে,
শত শত কবিতার স্কন্ধকাটা লাশ জমছে বাজারে ।






No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...