নদী সম্পর্কে যা বলার ছিল
(১)
নদীরা হারিয়ে যায়।
হঠাৎ করে নয়।
ধীরে ধীরে, ক্ষয়ে ক্ষয়ে
বুকের মাঝে বয়ে চলা নদীরা হারিয়ে যায়।
গুটিকয়েক নদীপ্রেমী মানুষেরা
শয়ে শয়ে জন্ম নেয় নদীগর্ভে।
নিষ্পলক শৈশব কাটিয়ে
বসন্তের মরশুমে নিজস্ব নদী খুঁজে নেয়।
(২)
নদী কখনও বশ মানে না।
যে বশ মানে তাকে নদী
বলা যায় না।
নদীরা নির্মম
হয়ে হৃদপিণ্ডে শাঁখের
আওয়াজ তুলে
শব্দহীন নৌকার
চলাচলকে ভাবে জোছনাভিসার।
(৩)
সব নদীর সমুদ্রে নোঙর হয়না।
মোহনার নুন আর চরাচর বিকিয়ে,
নগ্ন স্নেহময়তার পোষাক পরে থাকে।
উল্টো স্রোতে গা ভাসিয়ে
কেউ কেউ হিমবাহে ফিরে আসে।
No comments:
Post a Comment