Showing posts with label রবীন বসু. Show all posts
Showing posts with label রবীন বসু. Show all posts

January 30, 2022

রবীন বসু

আমাদের মাধুকরী



তীব্র শিস ছুটে এলো ধমনী ছিঁড়ে

প্রবাহ প্রদাহ দ্যাখে আক্ষরিক ক্ষত

গভীরে প্রোথিত সুপ্ত শিকড়ের বীজ

অতিক্রম তাকে রাখে নবতর গান।


মূর্ছনা সংগীত নয়, যাপনের লেখা

চর্যাপদ ভেদ করে 'চোরাশি সিদ্ধা'

কাহ্নপাদ শবরপাদ আর নৈমিত্তিক

এই যত গূঢ়াচার গোপন সংকেত


ভবিতব্য প্রতিলিপি বর্ণালেপ আঁকে।


সভ্যতার ক্ষীণ কটি সুচারু বিন্যাস

সময়বাহিত হয় উড়ান অধীর;

প্রতি খাঁজে জল জমে, সঞ্চিত জীবন

আমাদের মাধুকরী ভিক্ষালব্ধ ধন।



March 28, 2021

রবীন বসু

 স্মৃতির সাঁতার


কত দূরের স্মৃতি তুমি আজ

মনের দোরে দিয়েছি খিল এঁটে,

তবু কেন তোমার অলীক সাজ

আমার বুকে রয়েছে যে সেঁটে।


পিছন ফিরে তাকাতে ভয় পাই

স্মৃতি যদি চলকে ওঠে মুখ,

আমি বলি, এবার পালিয়ে যাই

যেচে কেন ডাকব শুধু দুখ।


তবু দুঃখ হেঁটে আসে ঘরে

গভীর রাতে তোমায় মনে পড়ে,

আকুল হৃদয় চাইছে পেতে কিছু

তবু হাঁটতে পারিনা তো পিছু।


এমন কষ্ট সঙ্গী আমার থাকে

প্রতিদিনের বেঁচে থাকা দায়,

ভুলেও যে যায়না ভোলা তাকে

স্মৃতি কেবল সাঁতার কেটে যায়।





September 06, 2020

রবীন বসু

 পরাজিত নও


তুমি জল ছুঁয়ে বসে ছিলে, স্পর্শে যেন লেগে আছে হাত

সাফল্য তোমাকে ছোঁয়,তবু অন্ধকার জেগে থাকা পাখি

সুমসৃণ ষড়যন্ত্র, গুপ্ত নীল জ্যোৎস্না গায়ে মাখে রাত

তারারা তোমাকে ডাকে আর সে স্বপ্নছোঁয়া সরল আঁখি। 


শূন্য থেকে শুরু করে এক সুদূরের উড়ান ভাসাও… 

তাই ওরা ডানা ভাঙে, হিংস্র নখের আঁচড় গায়ে খাও। 

শিরায় শিরায় শুধু বহে যায় বিষণ্ণ বিষাদ বিষ 

তোমাকে আহত করে ঠিক যেন অসহায় অনিমিষ। 


মনের গভীরে তবু জ্বলে ধিকি ধিকি তুষের আগুন

কেমনে নেভাবে তুমি তীক্ষ্ণ অমোঘের জ্বলন্ত উনুন। 

দিন নেই রাত্রি নেই তবু এই অসহ দহন জ্বালা

তোমাকে একা করে যেমন শত্রুদের তাচ্ছিল্য-শলাকা! 


তাই আজ স্থির আছো দেখি, রাত্রির আকাশ বড় শান্ত

লড়াই তো শেষ হল এবার, তুমি নও পরাজিত সুশান্ত! 

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...