লেখা পাঠানোর নিয়মাবলী

যে কোনো ধরনের কবিতার সাদর আমন্ত্রণ।কবিতা বা না-কবিতার ভেদাভেদ সেখানে গণ্য নয়।যদি মনে হয় এই কবিতাই আপনার নিজস্ব কবিতা,আপনার যাপনের অঙ্গ,কলমের ওপর ভরসা করে পাঠিয়ে দিন।যদি প্রকাশ করতে না পারি সেটা সম্পাদকের ব্যর্থতা।সম্পাদক লেখা গ্রহণ করেননি,তার অর্থ এই নয় যে আপনার কবিতাটির মান ভালো নয়।লেখার প্রাপ্তি স্বীকার করি,এবং মনোনয়নের আনন্দ সংবাদ পাঠাই। 


ইমেইল বডিতে লিখে কবিতা পাঠান।যদি সম্ভব হয় ওয়ার্ড ফাইলে পাঠাতে পারেন। 

বানানের দিকে খেয়াল রাখুন।কবিতা বা গুচ্ছ কবিতার ক্ষেত্রে কোনো লাইন সংখ্যা নির্দিষ্ট নয়। 


অনুবাদের ক্ষেত্রে মূল ভাষায় লেখা কবিতাটি পাঠাতে হবে। 

কবিতা বিষয়ক নিবন্ধ এবং পুস্তক আলোচনা বিভাগে লেখা

পাঠাতে পারেন। 

লেখা পাঠানোর ইমেইল:

mohuyardesh@gmail.com

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...