ভয়সমগ্র - ২৯
Catoptrophobia - Fear of mirrors
তবে কি দাঁড়ালেই বুঝে যাচ্ছো পাপ-পুণ্যের ভেদাভেদ
বাহ্যিকরূপ প্রতিহত করে প্রকাশ পাচ্ছে অন্তরের পূর্ণচ্ছেদ
কোনোপ্রকার যতিচিহ্ন না মেনে জীবনকে লিখেছো ...
বলতেই পারো নিজের হাতে কিছুই ছিল না, সবই অদৃষ্ট
এরপরেও সেসব না বিচার করে মন দিয়েছিলে রূপসজ্জায়
ভেবেছিলে এটাই সত্যি, চিরায়ত, বাকি সব ভুলের ক্রোড়পত্র
অথচ দেখো কীভাবে ভয় জাপটে ধরে আমোদে, অন্তরালে
আয়না প্রতারণা করে না বলেই নিজের সামনে দাঁড়াতে ভয়
দূর করে দাও কলঙ্ক চোখে-মুখে লেগেছে সময়ের পাকচক্রে
সে তো তোমারই প্রতিবিম্ব আত্মজ, গ্রহণের দরজা খোলো
আনন্দ আর নিরানন্দের মাঝে উজ্জ্বল হচ্ছে আরোগ্যরেখা ...
No comments:
Post a Comment