June 30, 2021

সব্যসাচী পণ্ডা

 ঈশ্বর

    

শীতের কুহক কেটে গেছে সবে

কদিন হল বৃষ্টি এসেছে পাহাড়ে,অসমতল ঢালে

অসম্পূর্ণ লাফ তবে সমাপন করা যেতে পারে।


অতল আহ্বানে 

ধড়াচূড়া খুলে ফেলে, মায়াকাজল মুছে ফেলে

দিই তবে লাফ 


গড়াতে গড়াতে যদি সিদ্ধির প্রলোভনে একবার 

দেখা পাই তাঁর।




No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...