Showing posts with label সুফল সান্যাল. Show all posts
Showing posts with label সুফল সান্যাল. Show all posts

May 30, 2021

সুফল সান্যাল

 শূণ্য থেকে শূন্য

ফ্ল্যাশলাইটের মধ্যে পাখা ঝটপটানো চিহ্ন দেখতে পাচ্ছি, চায়ের কাপ ঠনঠন করতে করতে ডুবে যাচ্ছি মহাশূন্যে। বাস্তবতার হিমেল ছোঁয়ায় গায়ের চাদর দাউ দাউ করে জ্বলছে। একেই তবে গাত্রদাহ বলে!

ডায়েরি খাঁচাতে বাঘ পুষে রেখেছি৷ বার করে আনি যদি দুধেল হরিণ পাই। রক্ত কাঁঠাল ফলের স্তনগ্রন্থির থেকে টপটপ লালা ঝরে, তার রঙ কিন্তু লাল হবারই কথা!

গাছে কাঁঠাল ঝুলছে, গোঁফে মাখার তেলটা বাড়ন্ত যদিও। ধ্যাৎ ধ্যাৎ ভালো লাগে না আর। ঢিল ছুড়ে পাঁচিল থেকে নামিয়ে আনবো ঈশ্বরীকে। ওকে কে গাছে তুলে মই নামিয়ে নিয়েছে আর বেচারী ওখানেই ঝুলন্ত আদ্যন্তকাল। ধূপকাঠির গন্ধ পেয়ে দেশলাই খুঁজি আমি। দেশলাই কই!

দেশলাইয়ের খসখসানিতে ভিজে
যায় আমার আঙুল, রক্তের উষ্ণতাটুকু নিয়ে জ্বালাই সিগারেটটা। সিগারেটে পোড়ে আমার স্বাভাবিকতা। উন্মাদ আমি জলফড়িং ভেজে খাবো রোদে পোড়া নদে। সাথে আলো দিয়ে হাওয়া দেবে আমায় স্বয়ং মহাকালী। দেখো দেখো ওই কারা যেন নাচতেছে, কাঁসর ঘন্টা বাজছে। প্যাঁ প্যাঁ-- এলিয়েন ওলা ড্রাইভার হর্ণ বাজাচ্ছে। মাথা তার হাতির মত। ঠোঁট পাখির চঞ্চু।

প্রবঞ্চনা ভালো নয়, কম্পলেইন্ট জমা করি মরণোত্তর কনজিউমার ফোরামে। উদ্ভাবনী শক্তিগুলো আমার পেছনে এটম লেলিয়ে বোম্ব দিচ্ছে। এই শালা, এত সাহস তোদের। সামনে আয়...

ব্যস্ত বিকেলে আলোকবিন্দুর মতো খেলা করছে ক্রিকেট ব্যাট। বল নিয়ে এগিয়ে আসছে নিত্যদিনের মনোটোনি। প্রতীয়মান বিকটদর্শন ন্যাঙটা জটাধারী।

তবু একবার শূণ্য থেকে শুরু করে শূন্য
অবধি রিলে রেসে নাম দেবো। অনন্ত শূন্য। শুধু এইটুকু মনে রেখে দেবো।









February 28, 2021

সুফল সান্যাল

কিংকর্তব্যবিমুঢ়

আমি এবং হতাশা মুখোমুখি বসে
একাকী, জানালার বাইরে দেখি জ্বলে
নিয়ন লাইট রাস্তা জুড়ে ছায়া ছায়া
অবয়ব সিলুয়েট ভূতেদের মত
শনিবার রাত্রে কারো ছাদে পার্টি চলছে
মিউজিকের তালে নাচছে আলোগুলো
আমিও সুর মেলাতে চাইছি তখন
যদিও কিংকর্তব্যবিমুঢ়...

  অথচ সংগ্রাম

এখানে সামুদ্রিক ঢেউ
আসে আগামীর দুশ্চিন্তা নিয়ে
বিপন্ন সময়ের ইস্তেহারে
স্বাক্ষর করি আমি
অভাগার সাগরে লবণের মাত্রা
বাড়ে উত্তরোত্তর
সংগ্রাম সংগ্রাম
এখনো যুদ্ধের ডঙ্কা বাজছে
তীক্ষ্ণ তলোয়ার হাতে
ছুটে আসছে
আমারই অতীত
আমিও শূন্য হাতে
চলেছি ভবিষ্যত...








January 30, 2021

সুফল সান্যাল

অকুস্থান

লাল আলো জ্বলছে...
সন্ধিস্থলে এক অশীতিবালিকা
ট্রেন দ্রুততম গহ্বরের কাছে
যাদুদন্ড শব্দব্রহ্মের
মানব সমাজের গর্ত খোঁজে
একটা রাত
বিশ্রাম খাতিরে
সৃষ্টির অকুস্থান দর্শনে
যোনী গভীরে যে কালাশনিকভ চর্চা করে...
ভ্রুণ ফাটে নিষিদ্ধ প্রহর
গোনে। ঘাটে ভেসে যাওয়া নারীদেহ...

ভাতের মাড় 

মা অসুস্থ।বহুদিন ধরে শরীর খারাপ।কিছুতেই সারে না। ফ্যানের মাড় গালতে গিয়ে তার কানে আরশোলা ঢুকে যায়। আমি অফিস যাই।ফোনে সারাদিন বকতে হয়।তারপর ক্লান্ত হয়ে তিমি মাছের মত জল ছুড়ি।গহ্বরের কাছে আলিবাবার মত অপেক্ষা করি।চল্লিশ চোর উড়িয়ে নিয়ে যাবে অজানা সৈকতে। নিখোঁজ নাবিকের মত ঘুম ভাঙবে তপ্ত বালির স্পর্শে।আমার তখন তোমাকে প্রয়োজন হবে না। কিন্তু খিদে তো পাবেই।তখন ভাতের মাড় গালবে কে?! এই অজানা সৈকতে কী আরশোলা আছে?



গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...