Showing posts with label বভ্রুবাহন. Show all posts
Showing posts with label বভ্রুবাহন. Show all posts

October 25, 2020

বভ্রুবাহন

 পাওয়া 

    

(ভোর)

কাঠঠোকরা অনেকটা কাঠ ফুটো করে দেয়।

ওর তো দোষ নেই,একটা পোকাই খাবে না হয়।

(সকাল)

আদিমতা মোম,যাক,ও তো গলে যায় রোজ।

আলো হয়েছে কিনা দ্যাখে রাজা ভোজ।

(দুপুর)

না হয় সমস্ত বৃষ্টি তে  হল না ধান।

লঙ্কা জল পেয়ে ঝাল আর আহ্লাদে আটখান।

(বিকাল)

মৃত্যু দেখো না আর,আত্মা অবিনশ্বর।

ক্ষিদেকেই বরং পজিটিভ করো ঈশ্বর।

(সন্ধ্যা)

কর্মহীন নিশ্বাস আসলে এক নোংরামি

আমাদের মৃত্যু আনে চুপ থাকা আমি

(রাত)

কি পেলাম,তার হিসেব চেয়ো না কখ্খোনো।

পন্ডশ্রমে ভন্ড ডিম,রাজা খায় জেনো।

(মধুরাত শেষে)

ফল কেন চাও ! মা ফলেষু কদাচন ।

শুধু বসে খাও,হে মূর্খ অকর্মণ্য ।


গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...