March 28, 2021

রবি শঙ্কর মন্ডল

 যা ও য়া


ছেড়ে যাওয়ায় দ্বিপাক্ষিক ক্লান্ত শুন্য

অধিক টান এপার ও ওপার 

স্নেহের মিছিল ভেঙে,কপালে সুখ দিলো খিল। 


ওই শেষ ট্রেনে প্রিয়র ফিরে যাওয়া, 

অন্তমিলে অবুঝ গারদ মন 

অবসরে। 


আদ্রতা মাখা-অপেক্ষা 

শহরের সুরে স্মৃতির মাখামাখি, 

অবিচল...

ডিভোর্সি ঘুম

জোর করে আগলে সর্বনাশসম। 


একতরফা পরিযায়ী কান্না

থেকে যাওয়ার ছুমন্তর মিথ্যে, 

ছুঁয়েদিলেই ভ্রূণদগম। 






No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...