Showing posts with label সৌমাল্য গরাই. Show all posts
Showing posts with label সৌমাল্য গরাই. Show all posts

May 30, 2021

সৌমাল্য গরাই

 দু'টি কবিতা


দশদিক


নিভে যায় সমুদ্র শরীর,  আঘাতে জেনেছ পেলবতা

কী মৃদু নরম ব্যথা বয়   হাওয়া দিলে খোলা জানালায়

হো হো করে ছুটে আসে যারা, তারা কোন প্রদেশের —

এমন উত্তুঙ্গ তেজী ঘোড়া যেন চুরি যাওয়া বালকেরা

এখানে এসেছে ফিরে। শোনো, তবে কি সরল বাতাসেরা 

কানে কানে  সেইসব ফিরে আসা বালকের গান গায়

আর ঝড়— বিবাহিত পালকীদের কথা বলে আমবনে

কুড়ানো নোলক বেজে ওঠে, যারা একা হয় বড় বেশি 

স্বপ্ন দেখে ভয় পায় খুব, চেপে রাখা ঘন বাষ্পাকাশে

যেরকম বৃষ্টির খানিক আগে মেঘ মন দিয়ে কাঁদে  


দশদিক পুড়ে যায়, পুড়ে যায়— বহ্নি, সূর্য, গ্রহ তারা

একা গাছ নম্র হয়ে শোনে, না বলা সমস্ত কথালিপি 

অনুবাদ করে ফুলে ফুলে, না বলা গোপন দুঃখ ঝরে 

পাতা হয় যুবক দুপুর

লেখা থাকে প্রাচীন বল্কলে

 দহনের পর মানুষেরা ধোঁয়া হয়, ডানা পাবে বল


শিকার ও স্বীকারোক্তি


ঘুমের বিশেষ ক্রিয়াকলাপের মধ্যে দেখেছি অদ্ভুত 

এক  জীব স্নেহলালায়িত, ক্ষুধাতুর  

যেন এক অতিকায় রাক্ষুসী স্বরূপা রাত  রক্ত চুষে খায় আর

আমাকে হঠাৎ নিয়ে যায় মৌন সমাধিতে

লক্ষ-লক্ষ শব থিকথিকে জীবাণুর ভিড়ে বলে 

মৃতের সন্তান এসো,  হনন শেখাই 

প্রবঞ্চক, কৃতঘ্ন, গোঁয়ার,

তুমি কী জানো না, নৈরামণি পাখিটিকে পুড়িয়েছ গতকাল

তার মাংস, হাড় লহু, মসৃণ ডানায়

নিহত করেছ ভাষা, আমাদের অলিখিত  ইহ পরকাল... 





September 06, 2020

সৌমাল্য গরাই

 দেখা ও অদেখা


থাকা আর না-থাকার মাঝে

আকার  থাকে না যার, তাকেই রেখেছি 

শাঁখা ও সাকার মেনে


আসলে যে নেই সেও থাকে

স্তব্ধে ও স্পন্দনে

যতি চিহ্ন,শব্দ রেখা সবকিছু মুহূর্তে

 মিলিয়ে

যে-রকম কালো তারাদুটি

চোখের ভিতর দেশে অন্ধকার দিয়ে

কী নিপুণ আলো জ্বেলে রাখে

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...