দেখা ও অদেখা
থাকা আর না-থাকার মাঝে
আকার থাকে না যার, তাকেই রেখেছি
শাঁখা ও সাকার মেনে
আসলে যে নেই সেও থাকে
স্তব্ধে ও স্পন্দনে
যতি চিহ্ন,শব্দ রেখা সবকিছু মুহূর্তে
মিলিয়ে
যে-রকম কালো তারাদুটি
চোখের ভিতর দেশে অন্ধকার দিয়ে
কী নিপুণ আলো জ্বেলে রাখে
সমস্ত যুদ্ধের পর অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা হেসে ওঠে মাঝরাতে কোনও পিয়ানোর সুরে খোলাচুল উড়ে আসে তার বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...
খুব ভালো লাগলো সৌমাল্য
ReplyDelete