September 06, 2020

অর্ঘ্যকমল পাত্র

 দু'টি কবিতা


হিসেবানুযায়ী


মাকড়সা দেখে ভয় পেয়ে যায়

যেসব মেয়েরা

তারা আসলে চায়,তাদের 

বাবা-স্বামী-প্রেমিকরা ক্রমশ

এস্কেলেটর বেয়ে উঠুক...


আর সে নিজে বসে থাকুক

মেঘের ভিতরে

মাকড়সা দেখে ভয় পেয়ে যায় 

যেসব মেয়েরা 

তারা খুব ভালোভাবেই দেখেছে

নাছোড় জালে, কীভাবে আটকে পড়ে

পতঙ্গের ভ্রম

যারা আর কখনোই উড়তে পারে না...



 মেগা সিরিয়াল


রাত বাড়লে, ক্রমশই

আরও অন্ধকার হয়ে ওঠে—

মেগাসিরিয়ালগুলো

দেখি— 

রাত বাড়তেই, এক-একটি চরিত্র 

দ্বিধাহীনভাবে শুয়ে পড়ে

ঘুমিয়ে পড়ে...

এবং সেসব দেখতে দেখতেই

ঘুমোনো হয় না আমার...



1 comment:

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...