Showing posts with label অভিষেক সৎপথী. Show all posts
Showing posts with label অভিষেক সৎপথী. Show all posts

January 30, 2021

অভিষেক সৎপথী

বাহন বৃত্তান্ত

দাঁড়কাক তুই আমার বাহন।তুই বললাম বলে রাগ করিস না।এই চিনার রোদের দরজা-তালসারি-এই কাজুবাদাম বাগিচা-শ্রাবণ স্নান -বৃদ্ধার মতো ঝুলে পড়া মেঘ,আয় রে আয়,তুই ডাক কা-কা-কা-কা-আ।

আয় রে আয় একটু শলা পরামর্শ করি,বোস। বাহনের এত্তো ভীড়!কি মুশকিল!কে কার বাহন?কি করে বুঝবো তুই আমার বাহন?বেশ মুশকিল।

আয় রে আয় তৈরি যে হয় সাংকেতিক মোর্সবার্তা
ঐ চোখ টেপাটেপি ঐ কনুই।ঐ দ্যাখ ঐ পা চাটছে ও কার বাহন!কার?এই মাত্র লাভ ইমোজি দিল,না কেয়ার,যা গিয়ে দাঁড়কাক তুই দ্যাখ ওটা কার বাহন।

হাগামাছি তুই আমার বাহন।তুই বললাম বলে রাগ করিস না!এই আমড়া রঙের দোলনা-আমলকি সারি-এই রবার বাগিচা-অগ্রহায়ণ স্নান-আমের চুষা আঁটির মতো সাদা সাদা মেঘ,আয় রে আয়,তুই ভনভন কর ভ-ভ-অ-ভ-ভ-অ।




September 06, 2020

অভিষেক সৎপথী

 নিমন্ত্রণ লিপি


ড্রাগনফলের পত্রকান্ডের দীর্ঘ লোমের মতো

তোমার এলোমেলো চুলের ফাঁকফোকরে

আকাশ দেখি

চোখে চোখ হারাই

অনেককাল কোনো কুটুম্বতা নেই 

না হলুদ ছোঁয়ানো নিমন্ত্রণলিপি। 


অথচ দিন কতক আগে

জানালা দিয়ে দেখেছি

দু আঙুলের মতো ফাঁকা ফাঁকা দু মানুষের

দাঁড়িয়ে থাকা

বটগাছটির মতো দীর্ঘায়ু হয়ে 

দাঁড়িয়ে ছিল টিনের শেডে

নিমন্ত্রণ লিপি আর কয়েকটি সুপুরি হাতে

অথচ দরজা খুলে তাকে আমন্ত্রণ জানাইনি।


গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...