January 30, 2021

অভিষেক সৎপথী

বাহন বৃত্তান্ত

দাঁড়কাক তুই আমার বাহন।তুই বললাম বলে রাগ করিস না।এই চিনার রোদের দরজা-তালসারি-এই কাজুবাদাম বাগিচা-শ্রাবণ স্নান -বৃদ্ধার মতো ঝুলে পড়া মেঘ,আয় রে আয়,তুই ডাক কা-কা-কা-কা-আ।

আয় রে আয় একটু শলা পরামর্শ করি,বোস। বাহনের এত্তো ভীড়!কি মুশকিল!কে কার বাহন?কি করে বুঝবো তুই আমার বাহন?বেশ মুশকিল।

আয় রে আয় তৈরি যে হয় সাংকেতিক মোর্সবার্তা
ঐ চোখ টেপাটেপি ঐ কনুই।ঐ দ্যাখ ঐ পা চাটছে ও কার বাহন!কার?এই মাত্র লাভ ইমোজি দিল,না কেয়ার,যা গিয়ে দাঁড়কাক তুই দ্যাখ ওটা কার বাহন।

হাগামাছি তুই আমার বাহন।তুই বললাম বলে রাগ করিস না!এই আমড়া রঙের দোলনা-আমলকি সারি-এই রবার বাগিচা-অগ্রহায়ণ স্নান-আমের চুষা আঁটির মতো সাদা সাদা মেঘ,আয় রে আয়,তুই ভনভন কর ভ-ভ-অ-ভ-ভ-অ।




1 comment:

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...