January 30, 2021

সুফল সান্যাল

অকুস্থান

লাল আলো জ্বলছে...
সন্ধিস্থলে এক অশীতিবালিকা
ট্রেন দ্রুততম গহ্বরের কাছে
যাদুদন্ড শব্দব্রহ্মের
মানব সমাজের গর্ত খোঁজে
একটা রাত
বিশ্রাম খাতিরে
সৃষ্টির অকুস্থান দর্শনে
যোনী গভীরে যে কালাশনিকভ চর্চা করে...
ভ্রুণ ফাটে নিষিদ্ধ প্রহর
গোনে। ঘাটে ভেসে যাওয়া নারীদেহ...

ভাতের মাড় 

মা অসুস্থ।বহুদিন ধরে শরীর খারাপ।কিছুতেই সারে না। ফ্যানের মাড় গালতে গিয়ে তার কানে আরশোলা ঢুকে যায়। আমি অফিস যাই।ফোনে সারাদিন বকতে হয়।তারপর ক্লান্ত হয়ে তিমি মাছের মত জল ছুড়ি।গহ্বরের কাছে আলিবাবার মত অপেক্ষা করি।চল্লিশ চোর উড়িয়ে নিয়ে যাবে অজানা সৈকতে। নিখোঁজ নাবিকের মত ঘুম ভাঙবে তপ্ত বালির স্পর্শে।আমার তখন তোমাকে প্রয়োজন হবে না। কিন্তু খিদে তো পাবেই।তখন ভাতের মাড় গালবে কে?! এই অজানা সৈকতে কী আরশোলা আছে?



1 comment:

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...