January 30, 2021

দীপ্তেন্দু বিকাশ ষন্নিগ্রহী

বাসা

এ পথের শেষে সব মোহ নির্বোধ
শিকল ছিঁড়েছে পাখি 
সংসারের ঘামগন্ধ ক্ষত
এতদিনের কতকিছু খড়কুটো 
তুচ্ছের ওম ওতোপ্রোতো.. 

সন্ধ্যার নিঝুমতায়
স্ট্রিট লাইটের নিচে জমাট কুয়াশায় 
কোনো ছায়ায় পরিচিত ভাষা নেই
সাধ্যের বাসায় আজ অপেক্ষা নেই
তালাচাবি নেই..



No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...