Showing posts with label পলাশ দাস. Show all posts
Showing posts with label পলাশ দাস. Show all posts

February 27, 2022

পলাশ দাস

 চায়ের কাপ   


পিঁপড়ের দৌড়াদৌড়ির ভিতর 
বৃষ্টি নেমে এলে 
গুলে যায় পথ 
 
তারপর ইতস্তত ঘোরাঘুরি আর 
উৎস সন্ধানে নেমে যাওয়া
 
দিন থেকে রাত     
রাত থেকে দিন 
স্টেশনের ব্যস্ত ধুলোর শরীরে 
ফেলে দেওয়া চায়ের কাপ  
                                                        

January 30, 2022

পলাশ দাস

যেখানেই যাই 


যেখানেই যাই 

দুদণ্ড দাঁড়াই 

গল্প ভাসিয়ে দেন মূর্ত মানুষ

সভাঘর গমগমে 


জামা পরা শব্দ

জামা না পরা শব্দ 

হেলে বসে থাকা শব্দ 

সোজা হয়ে দাঁড়িয়ে বসে থাকা শব্দ 


কোনো কোনো শব্দ বলে ওঠে,মশাই,  

একটু এদিকে, না না এদিকে

আরেকটি শব্দ বলে ওঠে একটু ওদিকে,ওদিকে  

বোঝেন না সোজা ভাষা 

সব হেলদোল থেমে গেলে ঘরময় 

কেনা ধোঁয়ার গন্ধ ভেসে উঠলে  

সেইসব মূর্ত মানুষেরা বলে ওঠে 

জানেন এরা সোজা উঠেছে 

অনেক মাজাঘষার পর 

শুনতে শুনতে শূন্যে ভেসে ওঠে খাল

কোনো এক বর্ষার জল সেই ফাঁক গলে 

ভেসে যায় সাজানো বনানী অঞ্চল  


                                                        

July 31, 2021

পলাশ দাস

 নদী


জনান্তিকে মিশে থাকা কয়েকটা নাম আমার বন্ধু 

যারা জল ঠেলে পায়ে হেঁটে পার হয় নদী পথ 

পিঠে ব্যাগ মাথায় রোদ 


ছাতার কালো পিঠে অসংখ্য ছিদ্র 

কলকব্জা আর সিক বেরিয়ে আছে 

উন্মুক্ত আকাশের নিচে  


                                                     



গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...