January 30, 2022

পলাশ দাস

যেখানেই যাই 


যেখানেই যাই 

দুদণ্ড দাঁড়াই 

গল্প ভাসিয়ে দেন মূর্ত মানুষ

সভাঘর গমগমে 


জামা পরা শব্দ

জামা না পরা শব্দ 

হেলে বসে থাকা শব্দ 

সোজা হয়ে দাঁড়িয়ে বসে থাকা শব্দ 


কোনো কোনো শব্দ বলে ওঠে,মশাই,  

একটু এদিকে, না না এদিকে

আরেকটি শব্দ বলে ওঠে একটু ওদিকে,ওদিকে  

বোঝেন না সোজা ভাষা 

সব হেলদোল থেমে গেলে ঘরময় 

কেনা ধোঁয়ার গন্ধ ভেসে উঠলে  

সেইসব মূর্ত মানুষেরা বলে ওঠে 

জানেন এরা সোজা উঠেছে 

অনেক মাজাঘষার পর 

শুনতে শুনতে শূন্যে ভেসে ওঠে খাল

কোনো এক বর্ষার জল সেই ফাঁক গলে 

ভেসে যায় সাজানো বনানী অঞ্চল  


                                                        

No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...