January 30, 2022

অনঞ্জন

ঋণখেলাপি


দাম্ভিক যৌবন

তোর সম্ভোগের পালা সাঙ্গ হলে একটু বৃক্ষের কাছে আসিস

দেহের ভেতরে রাখা আগুণ আর বন্য হাওয়ার অনেক ঋণ

সে ঋণ শোধ হবার নয়, তাই বৃক্ষের কাছে হাঁটু গেড়ে বস,

সবুজের সজীব মত্ততার সম্মোহন তোকে বিহ্বল করলে

বৃক্ষের কাছে প্রার্থনা কর- একটু প্রজ্ঞার জন্যে, ওরে ঋণখেলাপি,

তাকিয়ে দেখ- সমস্ত সবুজ আর অফুরন্ত সজীবের দিকে,

হে দাম্ভিক যৌবন, মনে রাখিস- তোর সঙ্গে শুধু তুইই আছিস,

চোখে ধুলো দিবি? সে হবার নয়, এরকমই এক রাতে শুনবি

তারাদের অট্টহাসি, তখন অনেক দেরী, সমস্ত ঋণ রইল পড়ে।


 

          

No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...