ঋণখেলাপি
দাম্ভিক যৌবন
তোর সম্ভোগের পালা সাঙ্গ হলে একটু বৃক্ষের কাছে আসিস
দেহের ভেতরে রাখা আগুণ আর বন্য হাওয়ার অনেক ঋণ
সে ঋণ শোধ হবার নয়, তাই বৃক্ষের কাছে হাঁটু গেড়ে বস,
সবুজের সজীব মত্ততার সম্মোহন তোকে বিহ্বল করলে
বৃক্ষের কাছে প্রার্থনা কর- একটু প্রজ্ঞার জন্যে, ওরে ঋণখেলাপি,
তাকিয়ে দেখ- সমস্ত সবুজ আর অফুরন্ত সজীবের দিকে,
হে দাম্ভিক যৌবন, মনে রাখিস- তোর সঙ্গে শুধু তুইই আছিস,
চোখে ধুলো দিবি? সে হবার নয়, এরকমই এক রাতে শুনবি
তারাদের অট্টহাসি, তখন অনেক দেরী, সমস্ত ঋণ রইল পড়ে।
No comments:
Post a Comment