January 30, 2022

সমাজ বসু

 চক্ষুদান


সেই কবেকার ডাকের সাজে মিথ্যার প্রতিমা---

চক্ষুদান বোধন আমন্ত্রণ কিংবা আরতি

সবই চলছে। 

কি অসম্ভব রঙচঙে উৎসবে মেতে আছি---

শ্লাঘায় ভণিতায় আলোর অভাবে নেমে আসছে

অন্ধকারের প্রলেপ---


অন্ধকারে ভুলে গেছি---

সত্যের কাঠামোয় মাটিই পড়ছে না, প্রতিমার চক্ষুদান কিসের?


No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...