নির্ঘুম
কথার ভেতর রাত গভীর হয়।
ঘুমের মধ্যে দেখি শঙ্কাভরা মুখ
ঝুঁকে এসেছে বুকের কাছে।
স্বপ্নের ভেতর মুখ
মুখের আদল
এই আলো হওয়া সবুজ
জীবন মৃত্যু পারাপার
ঘুরে ফিরে জাপটে ধরে আগের মতো
মনে পড়ে পরিচিতি
খুঁজে বেড়াই পরিচয়।
নির্জনতার স্নায়বিক বিপর্যয়ে স্মৃতি উল্টে উল্টে যাই।
প্রতিরোধহীন যন্ত্রণার মধ্যে ডুবে যেতে যেতে তোমার কথাই মনে পড়ে পার্থ।
তারপর ঘুম পায়,
শুধু ঘুম পায়।
No comments:
Post a Comment