Showing posts with label উমা মাহাতো. Show all posts
Showing posts with label উমা মাহাতো. Show all posts

November 29, 2020

উমা মাহাতো

।। জংলী।। 

।।এক।।

আলো না অন্ধকার বুঝি না।কিন্তু সে আমিই ছিলাম।বহু শতাব্দীর সাধনায় গাছেদের  পারস্পরিক কাছে আসা।দীপ্যমান আগুনে জ্বলে ওঠা।অস্ত্র হাতে ঠোকাঠুকি, চকমকি।রক্তের বিস্বাদ থেকে পালিয়ে বাঁচা--সেও তো আমি, আমারই ধর্ম  এগিয়ে চলা।

কিন্তু পোড়া শরীরের  ঘ্রাণ?মুণ্ডহীন ধড়ে কাঁচামাংসের স্বাদ আমি কি কখনো পেতে চেয়েছি আবার?লক্ষ কোটি বছর, মহুয়ার দেশে মানুষ দেখেছি  বলে বড়ো ভালোবাসি ফুল হয়ে ফুটে ওঠা!অযুত বিনম্র স্বরে বলি,আমারই ধর্ম পিছিয়ে পড়া।  

।।দুই।।  

হরিণ জানে বাঘ তাকে সুযোগ পেলেই খাবে।শত্রু পরিচিত হলে ঘনঘোর বনপথেও অপার্থিব জীবনসুষমা।মম চিত্তে নিতি নৃত্য। 

সভ্যতা গর্বী মানবজাতি  মহানগরের পথে শ্যুটআউট হয়ে যায়।মানুষ যা করে তাই অপরূপ। জংলীদের সঙ্গে তাদের তফাত বিস্তর।     




গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...