।। জংলী।।
।।এক।।
আলো না অন্ধকার বুঝি না।কিন্তু সে আমিই ছিলাম।বহু শতাব্দীর সাধনায় গাছেদের পারস্পরিক কাছে আসা।দীপ্যমান আগুনে জ্বলে ওঠা।অস্ত্র হাতে ঠোকাঠুকি, চকমকি।রক্তের বিস্বাদ থেকে পালিয়ে বাঁচা--সেও তো আমি, আমারই ধর্ম এগিয়ে চলা।
কিন্তু পোড়া শরীরের ঘ্রাণ?মুণ্ডহীন ধড়ে কাঁচামাংসের স্বাদ আমি কি কখনো পেতে চেয়েছি আবার?লক্ষ কোটি বছর, মহুয়ার দেশে মানুষ দেখেছি বলে বড়ো ভালোবাসি ফুল হয়ে ফুটে ওঠা!অযুত বিনম্র স্বরে বলি,আমারই ধর্ম পিছিয়ে পড়া।
।।দুই।।
হরিণ জানে বাঘ তাকে সুযোগ পেলেই খাবে।শত্রু পরিচিত হলে ঘনঘোর বনপথেও অপার্থিব জীবনসুষমা।মম চিত্তে নিতি নৃত্য।
সভ্যতা গর্বী মানবজাতি মহানগরের পথে শ্যুটআউট হয়ে যায়।মানুষ যা করে তাই অপরূপ। জংলীদের সঙ্গে তাদের তফাত বিস্তর।
No comments:
Post a Comment