November 29, 2020

সৃজা রায়

 চন্দ্রবিন্দু...

শুকনো কাঠ পড়ে থাকলে জ্বলতে দেখাটা,
সহমর্মিতার শীর্ষ নিশ্বাস হতে পারে।
ঘুরে ফিরে অচেতন মায়াবকুল মিশে যায় শিরায়।
কেন্দ্রবিন্দুরূপে পাটাতনটি নাগালের বাইরে;
তখন কোথায় তারুণ্য কোথায় বিপ্লব!
জেরুজালেমের  কোনো অন্ধ গলি দিয়ে,
উধাও হতে চায় সুবর্ণরশ্মি।
শেষ পাতে চুরুটের নিমেষে সন্ধি হয় প্রচ্ছদে।
সমাজের পৃষ্ঠপোষকদের দেওয়াল ঘেসে,

অবিরত প্রতিশোধ, ভাড়াটে বাড়ি থেকে চন্দ্রবিন্দুর প্রতি।



1 comment:

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...