তিনটি কবিতা
লোকটা
মেয়েটা ভাঙনের দেশ
লোকটা স্বপ্নের বাঁধ
উথালপাতাল ঝড়
ভেসে গেছে ঘরবাড়ি
লোকটার মাথায় বাবরিচুল
লোকটা আজও বাতাসী বাতাসী
বলে শহর তোলপাড় করে
স্নেহ
বাবা সুরক্ষার প্রাচীর হয়ে দাঁড়ালে
মা আমার মাথায় শুশ্রুষার হাত রাখেন
প্রিয়তমা ভালোবাসার রাজমহলে
দিন বদলের স্বপ্ন দেখি
রুক্ষ পাহাড়ের বুকে
তিরতিরে ঝরার গান
তোমরা নাম দিয়েছ স্নেহ
শিক্ষা
যে যায় সে যায়
কেউ ফিরে আসেনা
ভালোবাসা ঠিকানা বদলায়
আমি তোমার চৌকাঠে মাথা রেখে
শিখে নিচ্ছি চিতাকে পিছনে রেখে
কি ভাবে আগুন গিলে খেতে হয়।
No comments:
Post a Comment