Showing posts with label তুলসীদাস ভট্টাচার্য. Show all posts
Showing posts with label তুলসীদাস ভট্টাচার্য. Show all posts

May 30, 2021

তুলসীদাস ভট্টাচার্য

 আলিঙ্গন 

এভাবে কোনদিন মৃত্যুকে   
আলিঙ্গন করতে দেখিনি 

এ এক দীর্ঘ মৃত্যু সফর 
এক অসহায় আত্মজীবনী

শুকিয়ে যাওয়া টবের মাটি
একটু মমতা চায়

অনামিকার ছোঁয়ায় আবার
পাতারা সবুজ ফিরে পাক।

ফুলের গন্ধে মৌমাছির গুনগুনে
সচল হোক রক্ত প্রবাহ ।



February 28, 2021

তুলসীদাস ভট্টাচার্য

 মায়াশরীর 


মায়াশরীরের কোটরে পচগলা ভ্রুণ

এখন আর কবিতা লিখি না

ঘুম পাড়ানোর জন্য এখন আর কেউ
চাঁদের কথা বলে না 

শুকিয়ে যাওয়া নদীর স্রোতচিহ্ন বুকে নিয়ে 
সনেট থেকে দূরে ক্ষয়ে যাওয়া শরীরে
ভেসে ওঠে আধপোড়া পৃথিবী।




October 25, 2020

তুলসীদাস ভট্টাচার্য

 আমার বুকের ভেতর 

আমার বুকের ভেতর একটা গ্রাম
আছে সোনাঝুরি শালের জঙ্গল
মহুয়ার গন্ধ পাখির ডানামেলা আকাশ

আমার বুকের ভেতর একটা নদী 
গঙ্গার মতই চিরপ্রবাহিনী 
প্রতি পূর্ণিমায় ফুলে ওঠে জল 
সারারাত চিক্ চিক্ করে ঢেউয়ের মাথাগুলি 

আমার বুকের একপাশে সাহারীয় উষ্ণতা 
ধূসর বালিয়াড়ী পদচিহ্নহীন 
রাত্রিকালীন শীতলতায় হারিয়ে যায় জ্যোৎস্নামুখ 

আমার বুকের ভেতর একটা আমনের খেত 
ধানপোতা আঙুলের ছাপ 
ধানের শীষে শরতের শিশির 
হা- করা কচি ধানের মুখে সঞ্চিত দুধে 
সোনালী স্বপ্ন আঁকা 

আমার বুকের ভেতর ধ্যানমগ্ন সন্ন্যাসী 
আচমনীয় জল ও স্বস্তিবচন 
পঞ্চপল্লবে শোভিত ঘটস্থাপন
ঈশ্বরের আবাহন  
মূর্তির ভেতর জেগে ওঠে কোজাগরী।

September 06, 2020

তুলসীদাস ভট্টাচার্য

 সদর দরজা 


একটা হেলে সাপ বিড়ি ফুঁকতে ফুঁকতে 

জঙ্গলের খোঁজে বেরিয়ে পড়ে 

আর জলধোড়া পচা পাঁকে মাথা ঢুকিয়ে জল খোঁজে

মজে যাওয়া হেলেঞ্চাভর্তি পুকুরে জলচিতি 

বিষ ঢেলে পেরিয়ে যায় হাইওয়ে 


অ্যান্টিবায়োটিকে দুর্বল শরীরগুলো 

বিড়্ বিড়্ করতে করতে ছায়া খোঁজে 

কাশতে কাশতে অতিক্রম করে 

সংক্রামিত ফুসফুসের সদর দরজা ।

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...