আমার বুকের ভেতর
আমার বুকের ভেতর একটা গ্রাম
আছে সোনাঝুরি শালের জঙ্গল
মহুয়ার গন্ধ পাখির ডানামেলা আকাশ
আমার বুকের ভেতর একটা নদী
গঙ্গার মতই চিরপ্রবাহিনী
প্রতি পূর্ণিমায় ফুলে ওঠে জল
সারারাত চিক্ চিক্ করে ঢেউয়ের মাথাগুলি
আমার বুকের একপাশে সাহারীয় উষ্ণতা
ধূসর বালিয়াড়ী পদচিহ্নহীন
রাত্রিকালীন শীতলতায় হারিয়ে যায় জ্যোৎস্নামুখ
আমার বুকের ভেতর একটা আমনের খেত
ধানপোতা আঙুলের ছাপ
ধানের শীষে শরতের শিশির
হা- করা কচি ধানের মুখে সঞ্চিত দুধে
সোনালী স্বপ্ন আঁকা
আমার বুকের ভেতর ধ্যানমগ্ন সন্ন্যাসী
আচমনীয় জল ও স্বস্তিবচন
পঞ্চপল্লবে শোভিত ঘটস্থাপন
ঈশ্বরের আবাহন
মূর্তির ভেতর জেগে ওঠে কোজাগরী।
No comments:
Post a Comment