October 25, 2020

সব্যসাচী পন্ডা

 সঞ্জীবনী

শুশ্রূষায় ফিরে আসি বারবার।
পড়ন্ত বিকেলে মন খারাপ ঝরে পড়ছে অস্তরাগে।
তবুও তুমি দাঁতে দাঁত চেপে
আলোবাতির কাছে নত করেছ মাথা
তোমার ভরাট খোঁপা থেকে ঝরে পড়ছে গান
আর আমি সুধা ভেবে
আঁজলা পেতে সযতনে তুলে নিচ্ছি সেসব।

No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...