October 25, 2020

তৈমুর খান

 মাটিতেই বসে থাকি 

সব পাখিরা উড়ে যাচ্ছে 
কথা বলতে এসেছিলাম পাখিদের সাথে 
কথারা পাখিদের পিছনে পিছনে ছুটেছে 

পৃথিবীতে কেউ নেই আমার কথা শোনার 
গাছেরা দিগন্ত ছুঁতে চায় 
পর্বতেরা দেমাকে অটল 
নদীরা তো নাচে শুধু নিজের গৌরবে 

মা নেই 
কাঁদতেও ইচ্ছে করে না 
কার কাছে রাখব অভিমান ? 
দিগন্ত দূরের দেশ আমার ভাষাও বোঝে না 
মাটিতেই বসে থাকি সারাদিন 
এই শতাব্দীর রক্তে ভেজা মাটি… 


নীরেন্দ্রনাথ 

তোমার বাতাসি ডেকে ডেকে চলে যায় 

বাস থেমে গেলে আমরাও নামি 
সামনে অন্ধকার হয়ে আসে পথ 

দীর্ঘ ছায়া পড়ে 

কার ছায়া সংকেতের ভিতরে বাহিরে? 

আমাদের বাস্তবের বাড়ি 
সেখানেই ফিরে যেতে চাই 

তুমি তো নীরেন্দ্রনাথ 
এই চক্রবর্তী পাড়ায় আমরা ঘুরি চক্রবৎ 

No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...