Showing posts with label হামিদুল ইসলাম. Show all posts
Showing posts with label হামিদুল ইসলাম. Show all posts

October 30, 2022

হামিদুল ইসলাম

দুপুর 

ছায়াডোবা স্বপ্নজালে
রঙের রোশনাই 
আমরা প্রতিদিন ছুঁয়ে দেখি ফুল পাতা জীবন।

তখনো আমার একলা বিকেল 
স্মৃতির কোঠায় খুন হয় হাজার চাঁদ 
চাপ চাপ রক্ত 
চাপ চাপ কষ্ট 
হৃদয়ের ভেতর।

তাবৎ কষ্টের মাঝে ভিজে ওঠে বুক
দুহাতে কুড়োই স্বপ্ন
দুহাতে কুড়োই বাসি ভাত ।

হাজার হাজার ভূখাপেট হাভাতের বিবর্ণ দুপুর খুঁটে খুঁটে খায়।

মাটি

কবিতার বীজধান পুঁতি 
আউশের ক্ষেত ভরে ওঠে বিশ্বাসে 
সব বোধিবৃক্ষ 
ধ‍্যানমগ্ন বুদ্ধ 
নৈরঞ্জনার পূণ‍্যতোয়া জলে ধুয়ে নিই আজন্ম নীতিকথা ।

কারা আসে কারা যায়
নদীর জলে ভাসে কাঠ কয়লা আকরিক 
আমরা দেখি শুনি। হিসেব মেলাই 
তবু জন্ম নেয় নাস্তিকের দল 
আমরাও ধীরে ধীরে বারবার বারবার নাস্তিক হয়ে যাই ।

পাপ পূণ‍্যের নতুন সংজ্ঞা সাজাই 
বার্ধক‍্যের লাঠি হাতে দেখে নিই জীবন 
উঠতে মাটি 
বসতে মাটি 
মাটি খায় কাঠ কয়লা আকরিক। মাটি খায় জীবন ।

পুরোনো বসত
                             

আমাদের সমস্ত দুঃখ কষ্ট আর যন্ত্রণা
মাঝে মাঝে ধুয়ে নিই জলে 
ডুবজলে ভাসে কথা। সূর্যের ছায়া নামে বৃহৎ দ্রাঘিমায় ।

আমাদের হৃদয়ের গভীরে পুরোনো সম্পর্ক 
বারবার ফিরে আসি সেঁজুতি বলয়
কুসুমিত মল্লভূবনে নৈরাজ্যের ছায়া। জমে ওঠে বিস্ময় একবুক ।

পড়ে থাকে জলের পুরোনো বসত 
নাবাল জমিনের ঘ্রাণ 
হরদিন পাতার কুটিরে আঁকি তারুণ‍্যের উচ্ছ্বাস। নৈঃশব্দের আদিম রাত।

হরদিন অন্দরমহলে খুঁজি 
অশ্বমেধ ঘোড়া। সমিধ আয়তক্ষেত্রে পুঁতি নির্জলা কবিতার বীজধান।


পাথর                        ্

এখনো নিজেকে খুঁজি 
এখনো খুঁজি আমার আমিকে 
আমি শূন‍্য 
অতীত   

আমার হাতে জিরাফের দাঁতের দাগ 
রক্তাক্ত জীবন 
জিরাফ অসুখ 
বারবার শাদা খামে তুলে রাখি স্বপ্নের উপমহাদেশ  

ভালোবাসার মুর্ছনা শুনি 
শিউলি ঝরা রাত 
ইট কাঠ পাথরে প্রতিদিন ভালোবাসা কুড়োই 

পাথর স্বপ্ন দেখছি 
পাথর হয়ে যাচ্ছে হৃদয়। পৃথিবী পাথর 

পাথর আমাকে চাপা দেয়। আমি চাপা পড়ে আছি জিরাফের পায়ের তলায়।      







June 26, 2022

হামিদুল ইসলাম

পাতাঝরা দিন                                           


পাতাঝরা দিন
নক্সিকাঁথায় আঁকা ক্লান্তির মেঘ 
মেঘের শরীর জুড়ে বৃষ্টি। ভিজে যায় রাত।

বন্দরে বন্দরে কারুকাজ করা দিন 
দলিত সময় 
ছায়া ছায়া যুদ্ধ। প্রতিবাদ 
ণিজন্ত অক্ষর সম্পর্ক প্রতিদিন পুড়ে পুড়ে ছাই।

রাতের বয়েস বাড়ে 
বেড়ে যায় মনের উদ্বেগ 
বিবর্ণ প্লাটফর্ম ছেড়ে যায় রাতের শেষ ট্রেন। 

আজ বৃষ্টি নেই একফোঁটা...

February 27, 2022

হামিদুল ইসলাম

বৃষ্টি                      

 অপেক্ষার প্রহর গুণি 
রোদে রোদে আগুন ঝরে 
পুড়ে যায় অসবর্ণ সময়। পরিচিত মুখ   ।।

নৈর্ঋতে অশনি সংকেত 
ইষ্টনামে কাটে না সংকট
মুছে যায় অতীত
তবু আমাদের শরীরে এখনো বয়ে চলে পূর্ব পুরুষের শ্বাস   ।।

ছায়ারা গায়ে মাখে বাসি ভাতের সুবাস 
আমরা করবি বিষ ঠোঁটে নিয়ে পাড়ি দিই জীবন   ।।

শব্দরা স্লোগান তোলে 
মৃত‍্যু ছড়ানো শিয়রে গুণি নশ্বর শ্বাস
আহত হৃদয়ের জলে ক্লান্তির মেঘ    ।।

ছাদের জলে অঝোরে বৃষ্টি নামে 
ভিজে যায় রাত ।।


January 30, 2022

হামিদুল ইসলাম

 কখনো মেঘ                                           

এখন হাওয়া নেই

রোদে ভাসে রুক্ষদিন

লম্বা ছায়া পড়ে থাকে নির্জন বদ্বীপ জুড়ে 

পাঁজরের অস্থিতে নোঙর করি সঙ্গম। নীল অন্তর্বাসে ঢাকা সৃষ্টিসুখ ।।


যতোদূরে যাই 

ফিরে আসি ঠিক ততোটা পথ 

দুঃখ বেদনার গোঁসাঘরে খিল আঁটা পৃথিবী 

আমার ঊনিশের কবিতা প্রতিদিন ফুল হয়ে ফুটে ওঠে সারা ব‍্যালকনিময় ।।


বন্ধুত্ব ছুড়ে ফেলি 

বিভেদের চিতায় পোড়ে ইতিহাস 

কোমল সোহাগ মাখি দুঠোঁটের নীরব কথকতায় 

শূন‍্য হৃদয়ে ভাসে মহুয়ার দেশ। দোপাটি ফুলে গুঁজে রাখি বৃষ্টিমাখা কৈশোর ।।


রাস্তায় ঘাতক অন্ধকার 

প্রতিদিন লুট হয়ে যায় চেনা চেনা ডাকনাম। আমাদের উৎসব রজনী ।।





October 10, 2021

হামিদুল ইসলাম

 গাছ                                      

কচি কচি চারাগুলো ধীরে ধীরে বাড়ে

বেড়ে ওঠে গাছ 

এ জীবন ভাঙে গড়ে নির্জন সৈকত 


তোমাকে ছুঁয়ে দেখি কোমল শ্বাস 

পাতার কুটিরে নিঃস্ব এ জীবন 

নিঃস্ব রাতের পক্ষাঘাত 


মাটির প্রদীপে নেমে আসে জোনাক রাত 

মহুয়ার সুবাসে ভরা সান্ধ‍্য উঠোন 

অভিমানী সংলাপ 


একছাদ রোদ হাতে নিই 

তোমার হাতে রাখি বাসি রোদ 

আমাদের গাছে রোদ। গাছগুলো এখন বোধি লাভ করছে




 

August 29, 2021

হামিদুল ইসলাম

 ফাগুন কথা                              

                              

ক্রমাগত পাল্টে যাচ্ছে জীবন ছন্দ 

এতোদিনের ধৈর্য্য হারিয়ে ফেলছে তাবৎ অরণ‍্যভূমি 

স্বাস্থ‍্যহীন বিকেল ফিরে আসে 

রোদের বদ্বীপ 


আমরা পেরিয়ে যাচ্ছি শীত 

হাওয়াদের ব‍্যালকনি বাড়ি 

মাঝে মাঝে জড়ানো চাদর খুলে রাখি গায়ে 

দিবাস্বপ্ন নৈর্ঋত 


এখনো শরীর শরীর গন্ধ 

শরীরী ছন্দে বরাবর ফাগুন কথা 

ঘরে ঘরে শিমুল পলাশ ভাটফুলের নরম সুবাস 

হৃদয়ে উৎসব 




গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...