ফাগুন কথা
ক্রমাগত পাল্টে যাচ্ছে জীবন ছন্দ
এতোদিনের ধৈর্য্য হারিয়ে ফেলছে তাবৎ অরণ্যভূমি
স্বাস্থ্যহীন বিকেল ফিরে আসে
রোদের বদ্বীপ
আমরা পেরিয়ে যাচ্ছি শীত
হাওয়াদের ব্যালকনি বাড়ি
মাঝে মাঝে জড়ানো চাদর খুলে রাখি গায়ে
দিবাস্বপ্ন নৈর্ঋত
এখনো শরীর শরীর গন্ধ
শরীরী ছন্দে বরাবর ফাগুন কথা
ঘরে ঘরে শিমুল পলাশ ভাটফুলের নরম সুবাস
হৃদয়ে উৎসব
No comments:
Post a Comment