August 29, 2021

খগেশ্বর দাস

 মমির তর্জনী

                                    


মমির তর্জনী জেগে আছে আশ্চর্য ঘুমের মধ্যে

                                       সবকটি জনপদ স্তব্ধ

বিশল্যকরণী নেই ভেষজ বাগানে । 


কুরুক্ষেত্রে এ কেমন পুতুল সৈন্যেরা

প্রতিরোধের হুঙ্কার নেই

কার অঙ্গুলি হেলনে ইতস্ততঃ পড়ে আছে 

                        পথের ধারে রথের ভাঙা চাকা । 


ইতিহাসে কোন কালে থামেনি পতাকা উত্তোলন

একছত্র জয় কোনদিন দীর্ঘস্থায়ী নয়

স্তম্ভিত মেঘের বৃষ্টি ধুয়ে দেবে

                                     সময়ের গতানুগতিক । 


যদি কোন পদাতিক জয়ের দুয়ারে

                    জোরে জোরে আস্ফালন তোলে

তবে নদী বাঁক নেবে নতুন স্রোতের পথে

                  পাশে পরিত্যক্ত হ্রদ অশ্বক্ষুরাকৃতি।    




No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...