মমির তর্জনী
মমির তর্জনী জেগে আছে আশ্চর্য ঘুমের মধ্যে
সবকটি জনপদ স্তব্ধ
বিশল্যকরণী নেই ভেষজ বাগানে ।
কুরুক্ষেত্রে এ কেমন পুতুল সৈন্যেরা
প্রতিরোধের হুঙ্কার নেই
কার অঙ্গুলি হেলনে ইতস্ততঃ পড়ে আছে
পথের ধারে রথের ভাঙা চাকা ।
ইতিহাসে কোন কালে থামেনি পতাকা উত্তোলন
একছত্র জয় কোনদিন দীর্ঘস্থায়ী নয়
স্তম্ভিত মেঘের বৃষ্টি ধুয়ে দেবে
সময়ের গতানুগতিক ।
যদি কোন পদাতিক জয়ের দুয়ারে
জোরে জোরে আস্ফালন তোলে
তবে নদী বাঁক নেবে নতুন স্রোতের পথে
পাশে পরিত্যক্ত হ্রদ অশ্বক্ষুরাকৃতি।
No comments:
Post a Comment