August 29, 2021

তীর্থঙ্কর সুমিত

 ঘড়ি


বন্ধ ঘড়িটা এখনো চলছে সময়ের সাথে সাথে

কিছু প্রয়োজনীয় কিছু অপ্রয়োজনীয় জৈবিক ক্রিয়া

মাঠ জুড়ে ভালোবাসার সমীকরণ

হাত বদলালে মুখোশের রঙ পাল্টে যায়

তোমার অপেক্ষা চিলেকোঠা ছড়িয়ে আজ ছাদের কিনারে

আমিও সকাল দেখি


আর ঘড়িটাও নতুন হয়ে ওঠে। 





No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...