August 29, 2021

ঋষিকা মন্ডল

 গুচ্ছ কবিতা


আহ্বান


একটা গোটা আঁশটে গন্ধ বাড়িটাকে মুড়ে ফেলার আগেই যে আসবাবে এখনও রঙের আস্তরণ লেগে, সেগুলো যত্ন করে রাখতে হবে...

তোমার দেওয়া নূপুরের আওয়াজের শিকড় বাকড় সাপের ফণার মতন গোটা বাড়ি গিলে নেওয়ার আগে, তোমায় আসতে হবে...

অথর্ব শক্তিহীন ধুলোয় মিশে যাওয়ার ঠিক আগে,

তোমায় আসতে হবে...

আনাচে কানাচে তোমার হাসি মিলিয়ে যাওয়ার আগে...

আসতে হবে...



এক আকাশের নিচে


চেনা ছায়া চলে যায়...

বুদবুদের মত মিলিয়ে যায় মেঘের আড়ালে,

 যে মেঘের নিচে আমরা ছিলাম।...


পাহাড় কে সাক্ষী রেখে হেঁটে গিয়েছিলাম অনেক পথ...


প্রতিটা বাঁক বুঝি আমাদের হিসেব রেখেছিল...

ধ্বনি প্রতিধ্বনি তে বর্ষা নেমেছিল অকালেই...

প্রতিটা ফোঁটায় জেগেছিল শিহরণ...

 

আজও এক আকাশের নিচে...

 নেমেছে অঝোর শ্রাবণ

শুধু ধুলোমোড়া স্মৃতি দের শরীর ভিজছে...


কথার স্রোত


কথার স্রোত বুঝি মানুষ কে তলিয়ে দিতে পারে?

ঠিক ঘূর্ণির মতন....

অবলম্বন ভেঙে আজ টুকরো গুলো এধার ওধার হয়ে রয়েছে...

কাঁচ ফুটে রক্তের ধারায় তোমায় যেন গাঢ় ভাবে দেখতে পাই...

সমুদ্রের জলরাশির মতন ধরা ছোঁয়ার বাইরে...

যেমন অতল, অনন্ত....দিকশুন্যপুরের বাসিন্দা হয়ে হাতছানি দিচ্ছ....

ধরতে পারবো তোমায়?

মিলিয়ে যাবে না তো........






No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...