আফগানিস্তানের মা
১
সব গাছ কাটা পড়েছে
সব বাড়ি ভেঙে পড়েছে
সব নৌকো ডুবে গেছে
মাগো দোহাই একটু দাঁড়িয়ে যাও
২
মেঘ ভেঙে বৃষ্টি নেমেছে
পাহাড় ভেঙে ধস নেমেছে
অরণ্য জুড়ে আগুন লেগেছে
মরুদেশ জুড়ে ঝড় উঠেছে
মাগো দোহাই একটু দাঁড়িয়ে যাও
৩
জল নেই
মাটি নেই
গাছ নেই
মাগো দোহাই একটু দাঁড়িয়ে যাও
৪
চারদিকে শুধু বুটের শব্দ
চারদিকে শুধু বুলেটের গন্ধ
মাগো দোহাই একটু দাঁড়িয়ে যাও
৫
রাতের অন্ধকার নিভে গেছে
দিনরাত চারদিকে শুধু তীব্র আলোর ঝলকানি
এতোটুকু আড়াল নেই কোথাও
মাগো দোহাই একটু দাঁড়িয়ে যাও
৬
ওরা জঙ্গলে আগুন লাগিয়ে দিয়েছে
সব জানোয়ার শহরে ঢুকে পড়েছে
মাগো দোহাই একটু দাঁড়িয়ে যাও
৭
তীব্র ঝঞ্ঝপ্রবাহ চলছে
বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন
গাঢ় অন্ধকার দেশ জুড়ে
একটা প্রদীপ জ্বালতে হবে
মাগো দোহাই একটু দাঁড়িয়ে যাও
৮
সাঁজোয়া গাড়িতে ছেয়ে গেছে গ্রাম শহর
আতঙ্কে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সব অকেজো হয়ে গেছে
বাড়িতে আটা ময়দা মজুত আছে, চাকি বেলনাও
কিছু রুটি বেলে দিতে হবে
মাগো দোহাই একটু দাঁড়িয়ে যাও
৯
এবারও আমাদের রথে চাপা হবে না
আকাশ দেখা হবে না
উল্টে আকাশ থেকে পড়ে মরতে হবে
রথের চাকায় পিষে মরতে হবে
আমাদের কবর দেবার কেউ নেই
মাগো দোহাই একটু দাঁড়িয়ে যাও
১০
আমাদের দেশে অগুনতি পাহাড় আছে
পাহাড়ের গুহা আছে
গুহাতে ম্যানইটার অ্যনিমেল আছে
পাহাড়ের গ্রামগুলি দৈত্যদের দখলে
অধিবাসীরা পাহাড় ছেড়ে নেমে আসছে সমতলে
এদেশে কোন তল সম নেই আর
মাগো দোহাই একটু দাঁড়িয়ে যাও
১১
বোমা বারুদের গন্ধে তাপমাত্রা বেড়ে গেছে
হিমবাহ গলে প্লাবন নেমেছে দেশে
প্লাবনে বাঁচতে শেখেনি স্থলবাসী
যন্ত্রদানবেরা শুধু বেঁচে আছে
এদেশে যন্ত্র মানে বন্দুক সাঁজোয়া গাড়ি
নোয়ার নৌকা খুঁজে দেবে
মাগো দোহাই একটু দাঁড়িয়ে যাও
১২
মুখ ঢেকে রাখো মেয়ে
নয় তো কবরে যাও
বেছে নাও জীবন
আর আলো নয়, কালো
কোথায় বুদ্ধ, হে তথাগত
মাগো, দোহাই একটু দাঁড়িয়ে যাও
১৩
বোমা আর গ্রেনেডের দাপটে
কুরআনের সূরা তওবার আয়াত
নিষিদ্ধ হয়েছে এই মুল্লুকে বহু বহু দিন
যুদ্ধ এ দেশে এসেনশিয়াল আজ
মৃত্যু এ দেশে এসেনশিয়াল আজ
হা হাসান হা হুসেন
মাগো, দোহাই একটু দাঁড়িয়ে যাও
উপযুক্ত সময়ে আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মহুয়ার দেশ পত্রিকার সকলকে কৃতজ্ঞতা আমার
ReplyDelete