January 30, 2022

রবীন বসু

আমাদের মাধুকরী



তীব্র শিস ছুটে এলো ধমনী ছিঁড়ে

প্রবাহ প্রদাহ দ্যাখে আক্ষরিক ক্ষত

গভীরে প্রোথিত সুপ্ত শিকড়ের বীজ

অতিক্রম তাকে রাখে নবতর গান।


মূর্ছনা সংগীত নয়, যাপনের লেখা

চর্যাপদ ভেদ করে 'চোরাশি সিদ্ধা'

কাহ্নপাদ শবরপাদ আর নৈমিত্তিক

এই যত গূঢ়াচার গোপন সংকেত


ভবিতব্য প্রতিলিপি বর্ণালেপ আঁকে।


সভ্যতার ক্ষীণ কটি সুচারু বিন্যাস

সময়বাহিত হয় উড়ান অধীর;

প্রতি খাঁজে জল জমে, সঞ্চিত জীবন

আমাদের মাধুকরী ভিক্ষালব্ধ ধন।



1 comment:

  1. আন্তরিক ধন্যবাদ আর অভিনন্দন জানাই "মহুয়ার দেশ" সম্পাদক মহাশয়কে।

    ReplyDelete

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...