গল্প
এক জন্মের আঁচ ফুরিয়ে আসার আগে স্মৃতির কাছে চিরকুট রেখে যায়
তুমি ভাঁজ খুলে দেখো, তারিখ পাবে।
মুখশ্রীর পেশিজুড়ে ঘনিয়ে উঠবে একান্ত মেঘ,আকাশে ধরবে না
আস্ত একটা বর্ষাকাল রেখো, কিছুটা পর্জন্য রেখো পুনশ্চতে
যা কিছু না রাখার তাকে রেখো তোমার সঙ্গে শেষ হয়ে যেতে
ওরা ওদের মত গল্প বানিয়ে নেবে -
সমীকরণ
নিভৃতির সুনসান ভেতরের দিকে সিগারেটের ধোঁয়া উড়ে গিয়েছিল
ভুল মন্থনের দিকে, যার পোশাকি নাম আক্ষেপ নির্ণয়।
এক বিন্দু শুধরে নেওয়া থেকে শুরু হওয়া রূপকথার ডানায়
পরাগ পালনের গ্রন্থিছুট সন্নিবেশে কে যেন আলগোছে রেখে দেয়
তিতিক্ষা পালক...তাকে কখনো দেখিনি!
তবু কনফেশন বক্সের ভেতরে গিয়ে আমার পুনর্জন্ম হল।
No comments:
Post a Comment