June 30, 2021

দীপঙ্কর সরকার

 আচরণ বিধি 


কতটা বিনয়ী হলে তবে সঙ্গ পাওয়া যায়

কতটা সহিষ্ণু হলে বলো দেখি প্রেমজ ইঙ্গিত ।

কতটা বীরত্ব দেখালে পাওয়া যায় দৈহিক নির্যাস 

কতটা গোঁয়ালে সময় সবটুকু হাতের মুঠোয় ।

বলো দেখি কতটা ঝরালে অশ্রু বন্যা হতে পারে

কতটা যত্ন নিলে রূপ জমে কানায় কানায় ।

কতটা খোয়ালে হৃদয় হৃদয় পেতে পারি , বলো

দেখি কতটা বিনয়ী হলে সহবত শেখা যায় ।


নামাঙ্কন 

 

পাতায় লিখেছি নাম এ আমার প্রথম নিবেদন

জানি বহুদূর যেতে হবে বিস্তৃত পথ , বহতা নদীর

মতো সতত আগুয়ান । 


ফিরিয়ে দাও যদি সমূহ প্রস্তাব , কিছুই নেব না

মনে স্মৃতিটুকু নিয়ে যাব । একদিন একই পথে

চলেছি কিছুটা সময় , এটুকু পাথেয় করে অবশিষ্ট

কাটাব জীবন ।


পাতায় লিখেছি নাম অব্যক্ত হৃদয় কথন ফিরিয়ে

দাও যদি সমূহ প্রস্তাব , বিমুখ হব না আমি বিনম্র

ভ্রমর যেমন । 


গুন গুন গেয়ে যাব গীতিমালা ফুলে ফুলে ছড়িয়ে

দেব , হাজার পাপড়ি পরাগ মিলন ; পাতায় লিখেছি

নাম -- সে নহে মামুলি কথন ।





No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...