আগুনপাহাড়
আমি এখান থেকেই দেখতে পাচ্ছি আগুনপাহাড়
তুমি যেমন ছবি আঁকছো ঠিক সেরকম।
আমি দেখতে পাচ্ছি নিবছে, জ্বলছে আবার নিবছে দু তিন হাজার সঞ্চারমান অগ্নিকণা
শুধু তোমার গল্প থেকেই বাইশশো ষাট
ঝিঁঝি পোকার কাঁধ নাচিয়ে চেঁচিয়ে ওঠা
ডি লা গ্রান্ডি কিংবা কোন অবোধ্য গান....
এখান থেকে স্পষ্ট দেখছি আগুনপাহাড়....
আগুন কোথায় জুন মাসভর নেমে আসছে
পাহাড় থেকে সবুজ রঙের কি তীব্র ঢল !
এখান থেকেই স্পষ্ট দেখছি ছবি আঁকছো
ছবি আঁকছো সারাটা মাস সবুজ দিয়ে
No comments:
Post a Comment