June 30, 2021

মীরা মুখোপাধ্যায়

 আগুনপাহাড় 


আমি এখান থেকেই দেখতে পাচ্ছি আগুনপাহাড়

তুমি যেমন ছবি আঁকছো ঠিক সেরকম।

আমি দেখতে পাচ্ছি নিবছে, জ্বলছে আবার নিবছে দু তিন হাজার সঞ্চারমান অগ্নিকণা

শুধু তোমার গল্প থেকেই বাইশশো ষাট

ঝিঁঝি পোকার কাঁধ নাচিয়ে চেঁচিয়ে ওঠা

ডি লা গ্রান্ডি কিংবা কোন অবোধ্য গান....


এখান থেকে স্পষ্ট দেখছি আগুনপাহাড়....

আগুন কোথায় জুন মাসভর নেমে আসছে

পাহাড় থেকে সবুজ রঙের কি তীব্র ঢল !


এখান থেকেই স্পষ্ট দেখছি ছবি আঁকছো

ছবি আঁকছো সারাটা মাস সবুজ দিয়ে 





No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...