January 30, 2022

হামিদুল ইসলাম

 কখনো মেঘ                                           

এখন হাওয়া নেই

রোদে ভাসে রুক্ষদিন

লম্বা ছায়া পড়ে থাকে নির্জন বদ্বীপ জুড়ে 

পাঁজরের অস্থিতে নোঙর করি সঙ্গম। নীল অন্তর্বাসে ঢাকা সৃষ্টিসুখ ।।


যতোদূরে যাই 

ফিরে আসি ঠিক ততোটা পথ 

দুঃখ বেদনার গোঁসাঘরে খিল আঁটা পৃথিবী 

আমার ঊনিশের কবিতা প্রতিদিন ফুল হয়ে ফুটে ওঠে সারা ব‍্যালকনিময় ।।


বন্ধুত্ব ছুড়ে ফেলি 

বিভেদের চিতায় পোড়ে ইতিহাস 

কোমল সোহাগ মাখি দুঠোঁটের নীরব কথকতায় 

শূন‍্য হৃদয়ে ভাসে মহুয়ার দেশ। দোপাটি ফুলে গুঁজে রাখি বৃষ্টিমাখা কৈশোর ।।


রাস্তায় ঘাতক অন্ধকার 

প্রতিদিন লুট হয়ে যায় চেনা চেনা ডাকনাম। আমাদের উৎসব রজনী ।।





No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...