January 30, 2022

অজিত কুমার জানা

 চুম্বক 

বৃত্তের ভেতরে ঘুরতে ঘুরতে, 

ঘড়ির কাঁটায় দেখি বারোটা বাজে।

পরিধি ভাঙার হাত নেই, 

জলে তেলে মিশে গেছে সব।

অজান্তেই লেখা হয়ে গেছে,

ডায়রির সব পাতা।


পৃথিবীর মানচিত্রে কত ছবি,

ত্রিভূজ, চতুর্ভূজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র। 

যেটাই আঁকতে যাই, 

সবই বৃত্ত হয়ে যায়।

বৃত্তের ভেতর থেকে বেরুতে পারিনি,

কেন্দ্রবিন্দু চুম্বকের মত টানে। 






No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...