ফুল
ভাঙো ফুল ভাঙো,
ভেঙেচুরে মিশে যাও মাটির শরীরে ।
বর্ষণে সোঁদা গন্ধ হও, কীট-দেহে পুষ্টি হও
বিস্বাদ বালিদেহে মিশে থাকো
জীর্ণ অবশেষ হয়ে, খুব ভোরে ।
যে পথে বিকাশ, সে পথেই মৃত্যুর প্রকাশ -
এমন ক্ষতিকর ধৃতি, রঙিন স্বচ্ছদেহে অবসাদ আনে ।
নষ্ট হয় পাপড়ির বিচিত্রবর্ণ মন্তাজ ।
এ যেন কালের কুহর; ছিঁড়ে ফেলে সুন্দর, এক টানে ।
ফুলেরা অলীক হয়, মরে যায় দেয়ালায়,
ঝরে যায় নীরবে, হাসতে হাসতে ।
No comments:
Post a Comment