January 30, 2022

অভিষেক ঘোষ

 ফুল

ভাঙো ফুল ভাঙো, 

ভেঙেচুরে মিশে যাও মাটির শরীরে ।

বর্ষণে সোঁদা গন্ধ হও, কীট-দেহে পুষ্টি হও 

বিস্বাদ বালিদেহে মিশে থাকো 

জীর্ণ অবশেষ হয়ে, খুব ভোরে ।

যে পথে বিকাশ, সে পথেই মৃত্যুর প্রকাশ -

এমন ক্ষতিকর ধৃতি, রঙিন স্বচ্ছদেহে অবসাদ আনে ।

নষ্ট হয় পাপড়ির বিচিত্রবর্ণ মন্তাজ ।

এ যেন কালের কুহর; ছিঁড়ে ফেলে সুন্দর, এক টানে ।

ফুলেরা অলীক হয়, মরে যায় দেয়ালায়,

ঝরে যায় নীরবে, হাসতে হাসতে ।



No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...