রেখে যেতে হবে
কালকের ঝড়ে গাছটা ভেঙে পড়েছে আমি শুধু ওকে জাগিয়ে তুলতে চাইছি, যে ভাবে আমি ভেঙে গুঁড়িয়ে গিয়েও আবার উঠে দাঁড়ালাম, কারণ আমাকে রেখে যেতে হবে শত শত কবিতা বরফের নিচে, রেখে যেতে হবে পাঠকের উদ্দেশ্যে জেগে ওঠা গাছ, আবার আনো কান্না ধোয়া বৃষ্টি
আমার মৃত্যুর দিন আজ।
No comments:
Post a Comment