January 30, 2022

জয়িতা চট্টোপাধ্যায়

রেখে যেতে হবে


কালকের ঝড়ে গাছটা ভেঙে পড়েছে আমি শুধু ওকে জাগিয়ে তুলতে চাইছি, যে ভাবে আমি ভেঙে গুঁড়িয়ে গিয়েও আবার উঠে দাঁড়ালাম, কারণ আমাকে রেখে যেতে হবে শত শত কবিতা বরফের নিচে, রেখে যেতে হবে পাঠকের উদ্দেশ্যে জেগে ওঠা গাছ, আবার আনো কান্না ধোয়া বৃষ্টি

আমার মৃত্যুর দিন আজ। 







No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...