January 30, 2022

শ‍্যামাপ্রসাদ সরকার

গৃহস্থালি 

তুমি আগে আসবে জানলে নিজে গুছিয়ে রাখতাম
সেই জলজঙ্গলের গৃহস্থালি আমার!

তুমি যদি ঠাট্টা করে সোঁদরবন বলতে চাও, বলো!
আমি মউলীর ধৈর্য‍্য ঠিক বুকে রেখে দেব।

তুমি তখন দলঘাসের গালচে দেখে হাসবে ঠিক
আর সুদূর ঝরনার জলে ভাসাবে যৌবন!

তবু গাঢ় কলমীলতায় আর চক্রমুখী শামুক
সাজিয়ে রাখব বনজ‍্যোৎস্নায় একা অন্ধকারে,

অজস্র নদী,খাঁড়ি...এসব তোমার নিশানা হলে
আমি তাদের দেব নিরন্তর জোয়ার-ভাঁটার গান

আরো দূরে করুণাক্ষ গাঙের দেশে তখন নাহয়
জ্বলজ্বলে চোখে জেগে থাকব শার্দুলের প্রত‍্যশায়!

তুমি তার চেয়ে বরং আমার ভিতর বাসাতেই এস 
আর জলছাপ রেখে যেও লক্ষ্মীর পায়ের পাতায়...


No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...