October 10, 2021

মীরা মুখোপাধ্যায়

 উত্তমকুমার 


তাকে আমি পাগলের মতো ভালোবাসি

হ্যাঁ, এখনো। হয়তো আবেগ স্তিমিত হয়েছে খানিক 

হয়তো এক এক দিন একবারও মনে পড়ে না তাকে

তবু , তবু.....

আকাশ সমুদ্র কিংবা রবীন্দ্রনাথকে 

ভালোবাসার মতো করে নয়......

একটি পুরুষকে যেভাবে সেভাবেই......

কতোবার যে তাকে আমি মনে মনে 

সমুদ্রশহরে নিয়ে গেছি! 

আমার এ প্রেমে বন্ধুরা হাসতো...


এখন নিশ্চিন্ত আমি,

মহানায়িকারা কেউ নেই।

অন্যরাও তেমন আর হা পিত্যেশ করেন না

 

 ছবির ভিতর থেকে এখন সে

আমার দিকেই চেয়ে থাকে, অপলক 

একান্ত আমার দিকেই



No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...