June 26, 2022

হামিদুল ইসলাম

পাতাঝরা দিন                                           


পাতাঝরা দিন
নক্সিকাঁথায় আঁকা ক্লান্তির মেঘ 
মেঘের শরীর জুড়ে বৃষ্টি। ভিজে যায় রাত।

বন্দরে বন্দরে কারুকাজ করা দিন 
দলিত সময় 
ছায়া ছায়া যুদ্ধ। প্রতিবাদ 
ণিজন্ত অক্ষর সম্পর্ক প্রতিদিন পুড়ে পুড়ে ছাই।

রাতের বয়েস বাড়ে 
বেড়ে যায় মনের উদ্বেগ 
বিবর্ণ প্লাটফর্ম ছেড়ে যায় রাতের শেষ ট্রেন। 

আজ বৃষ্টি নেই একফোঁটা...

No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...